মৎসচাষ উন্নয়ন প্রকল্পসমুহ বা এফআইপিগুলি তুলনামুলকভাবে মৎসখাতের উন্নয়ন ও উৎসাহদানের জন্য এক নুতন ধরনের উদ্যোগ। এই যন্ত্রটি মৎস খাতের উন্নয়নের জন্য উদ্যোক্তাগণকে যৌথভাবে কাজ করার সুযোগ এনে দেবে এবং এফআইপিগুলি ক্রমাগতভাবে আন্তর্জাতিক ক্রেতাগণের দ্বারা সনদপ্রাপ্তির জন্য অন্তর্বতীকালীন পর্য়ায়ে চিহ্নিত হয়ে থাকবেন। এএসআইসি মৎস উন্নয়ন প্রোগ্রামটি মৎসচাষের সামাজিক ও পরিবেশগত উন্নয়নের লক্ষ্যে কাজ করার উপযোগী একটি যন্ত্র হিসেবে চালু করা হয়েছে। এটার লক্ষ্য হচ্ছে মৎসখাতকে সনদের আওয়তায় আনয়ন এবং এভাবে মৎসখাতসমূহ প্রধান প্রধান রপ্তানি বাজারগুলোতে পরিচিতি লাভ করতে পারে। মৎসখাতের উন্নয়নের জন্য বিনিয়োগকারী এবং সহায়তাদানে আগ্রহী দাতা সংস্থাগুলি কর্তৃক এটাকে একটা কাঠামো হিসেবে যাচাই করা হচ্ছে।
এএসআইসি ফিশ গাইডলাইন
পাঠ সমূহ
অবস্থা
1