২.১ বৈজ্ঞানিক গবেষণা এবং পর্য়বেক্ষণ প্রোগ্রাম হাতে নেয়া হয়েছে যা মজুদের অবস্থা বোধগম্য করে তোলার ক্ষেত্রে উন্নতি করে থাকবে।
ধাপ ১: সুষ্পষ্ট মৎস্য ব্যবস্থাপনা সংক্রান্ত উদেশ্যাবলীর ভিত্তিতে তথ্য-উপাত্ত সংগ্রহ প্রটোকল তৈরি করা এবং তথ্য-উপাত্ত সংগ্রহের নিমিত্তে নমুনা সংগ্রহের পদ্ধতি প্রনয়ন করা। এর জন্য প্রয়োজন একটি লিখিত নমুনা প্রটোকল যা এএসআইসি সম্প্রদায়ের জন্য উন্মু্ক্ত রাখা হবে, যেখানে মৎস্য প্রকল্পের সহিত সংশ্লিষ্ট প্রজাতিকে অন্তর্ভূক্ত করা হবে এবং এমন একটি ফরমেটে প্রকাশ করা হবে যে তা বৈশ্বিকভাবে স্বীকৃত বিজ্ঞান প্রটোকলের সহিত সাঞ্জস্যপূর্ণ হবে।.
ধাপ ২: মৎস্য প্রকল্পের অংশীদারগণের জন্য এমন একটা ব্যবস্থা থাকবে যা তথ্য-উপাত্ত সংগ্রহের নিরবিচ্ছিন্নতাকে নিশ্চিত করবে যেখানে তার অবাধ প্রবেশ এবং সংগ্রহের পদ্ধতি দেয়া থাকবে। মৎস্যপ্রকল্প সংক্রান্ত প্রজাতিগুলোকে পর্য়বেক্ষণের যে প্রমাণ রাখা হচ্ছে তা উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে তুলে ধরতে হবে এবং এই সিষ্টেমের একটা মুল্যায়ন যা তথ্য-উপাত্ত সংগ্রহের জন্য নির্দিষ্ট করা হয়েছে তাও মুল্যায়নের ক্ষেত্রে আমলে নিতে হবে। বস্তুত, একটি সমঝোতা স্বাক্ষর থাকতে হবে যা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম উল্লেখসহ তথ্য-উপাত্ত সংগ্রহ এবং ব্যবস্থাপনার দায়-দায়িত্ব সুষ্পষ্টরুপে বর্ণনা করে থাকবে।.
ধাপ ৩: ফিশারিজের অংশীদারগণকে তথ্য প্রস্তুত রাখতে হবে এবং প্রকাশ করতে হবে যাতে করে তা কোন মজুদ মূল্যায়ন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ব্যবহৃত হতে পারে (যথাযথ না হলে তার পক্ষে যু্ক্তি তুলে ধরবেন)। স্বাক্ষরিত প্রটোকল এবং তথ্যের জন্য ফিডব্যাক ব্যবস্থা অনুযায়ী তথ্য-উপাত্ত যে সংগ্রহ করা হচ্ছে এবং প্রকাশ করা হচ্ছে তার প্রমাণ রাখতে হবে। তথ্য-উপাত্ত যে নিয়মিত পর্য়ালোচনা করা হচ্ছে এবং তা কমপক্ষে একজন প্রাসঙ্গিক কর্তৃপক্ষের সহিত শেয়ার করা হচ্ছে তার প্রমাণ রাখতে হবে।.
২.২ মজুদ অবস্থার বোধগম্যতা এবং/অতিরিক্ত মাছ ধরার ঝুকি
ধাপ ১: সুবিধাভোগী মৎস্য খামারীদের দ্বারা মূল্যবান প্রজাতিগুলির তথ্য সংগ্রহ করা হয়ে থাকে যা স্টক স্ট্যাটাস বা স্টক ঝুঁকিতে আছে কিনা তা অবহিত করা হয়। এটা নিশ্চিত করুন যে সুবিধাভোগী মৎস্য খামার পর্য়্যায়ে যে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং প্রক্রিয়াকরণ (বিশ্লেষণ) করা হচ্ছে তা সাধারণ মানুষের কাছে আইনসিদ্ধ কিনা, সুযোগকে কাজে লাগানোর জন্য কিনা এবং মানুষের মনোবলকে ধোকা দেয়ার জন্য কিনা।.
ধাপ ২: এটা উপলব্ধি করার জন্য এমন তথ্য দরকার যে ফিশারি স্টককে ঝুকির মুখে রাখছে না যা উপযুক্ত কর্তৃপক্ষের জন্য প্রস্তুত রাখা হয়। যথাযথ কর্তৃপক্ষের জন্য যে প্রয়োজনীয় তথ্য প্রস্তুত রাখা হয়েছে এমনটা যাচাই করুন। ইমেইল, মেইল কিংবা অন্য কোন গ্রহনযোগ্য পন্থ্যায় যে যোগাযোগ করা হয়েছে তারি প্রমাণ রাখুন।.
ধাপ ৩: ফিশারিজ ব্যবস্থাপনা কৃর্তৃপক্ষ স্টক স্টেটাসের অবস্থাকে নির্দিষ্ট করার জন্য তথ্যকে ব্যবহার করে থাকেন এবং অনুবাদ করেন যাতে করে স্টক যেন কোন অপুরণীয় ক্ষতির মুখে না পড়ে। এর জন্য ক্ষমতার প্রয়োগ / কিংবা পর্য়বেক্ষণ চালু রাখা হয়েছে এবং তারাই এমনটা নিশ্চিত করেন যে সফলতার সহিত লক্ষ্য পুরন হয়েছে (ব্যবস্থাপনা কার্য়ক্রমের জন্য প্রধান প্রধান প্রজাতিগুলোর কমপক্ষে ৭০% এবং বাকী সকল উপাদান) যদি কখনও ষ্টক ঝুকিপূর্ণ হয়ে উঠে (ঝুকিতে নয়: অভ্যগত স্পর্শকাতরতা নিম্নমুখী, আইইউসিএন নুন্যপক্ষ্যে কাঙ্খিত স্তরে, সেক্ষেত্রে ব্যবস্থাপনা এজেন্সি নির্ধারণ করবেন যে অধিকহারে মাছ ধরা হচ্ছে না, কিংবা স্টক নির্দিষ্ট স্তরের মাত্রার (এলআরপি) উর্দেধ রয়েছে, ব্যবস্থাপনা কার্য়ক্রম এমন একটা স্তরে রয়েছে যে, তা নুতন করে উদ্ধমুখী হয়ে উঠতে পারে। ব্যবস্থাপনা বন্দোবস্ত স্টক স্টেটাস উপাত্তকে অন্তর্ভূক্ত করে থাকে কিংবা ঝুকি মূল্যায়ণ ব্যবস্থাপনা দেখিয়ে দেয় যে মৎস্য খামার অংশীদারগণের দ্বারা যে উপাত্ত সংগ্রহ করা হয়েছে এবং সরবরাহ করা হয়েছে তা কাজে লাগানো হচ্ছে।.
পূর্বের পাঠপরবর্তী পাঠ