৫.১ অবস্থান নির্ণয়যোগ্য এবং আইনসিদ্ধ
ধাপ ১: পণ্যের বহনের ক্ষেত্রে বর্তমান পর্য়বেক্ষণ এবং নজরদারী ব্যবস্থার কার্য়করিতা পর্য়ালোচনা করা । পর্য়ালোচনা সম্পন্ন করা হয়েছে।
ধাপ ২: আহরণ নথিপত্র প্রস্তুত রাখা যা ন্যুনপক্ষে যে বিষয়গুলিকে অন্তর্ভূক্ত রাখবে তা হলো: প্রজাতিসমূহ, পরিমান, মৎস্য এলাকা, কি ধরনের গিয়ার ব্যবহার করা হয়েছে, বিক্রির বিল, ইত্যাদি, যা উপযুক্ত সরকারী এজেন্সির সহিত শেয়ার করতে হবে এবং সর্বসাধারণের পর্য়ালোচনার জন্য প্রস্তুত রাখতে হবে। আহরণ নথিপত্র যাচাইকৃত হবে এবং প্রমাণকসহ তা পর্য়ালোচনার জন্য প্রস্তুত রাখতে হবে যে সরকারি এজেন্সিগণের সহিত তা শেয়ার করা হয়েছে এবং তা সহজেই পাওয়া যাবে।
ধাপ ৩: অবস্থান নির্ণয়যোগ্যতা প্রোগ্রাম (কাগুজে কিংবা ইলেকট্রনিক) যা সাপ্লাই চেইনের সকল ধাপের মধ্য দিয়ে জলযানের তথ্যাদিকে সম্পৃক্ত রাখে (মধ্যস্বত্তভোগি, প্রক্রিয়াকারী, পরিবেশক)। অবস্থান নির্ণয়যোগ্যতাকে যাচাই করতে হবে।
পূর্বের পাঠপরবর্তী পাঠ