mFish

Improving Traceability And Sustainability In Global Fishing

  • প্রশিক্ষণ
  • লগইন

সামাজিক মানদন্ড (ছোট নৌকার প্রয়োজনীয়তা)

October 31, 2018 By Al Smart

৮.১ জেলেদের যথোপযুক্ত আয়

ধাপ ১: বাণিজ্যিক সম্পর্কের শর্তসমূহে অন্তর্তপক্ষে একটি মৌখিক চুক্তি রাখা। কাজের মতৈক্য অনুযায়ী বন্দোবস্তকরনের প্রমাণক।

ধাপ ২: চুক্তি বলবৎ আছে কি না তা সত্যতা প্রতিপাদন। কাজের মতৈক্য অনুযায়ী বন্দোবস্তকরনের প্রমাণক।

ধাপ ৩: ক্রেতা/দালাল এবং জেলেদের মধ্যে মতৈক্য বা চুক্তি। পেমেন্ট প্রদানের প্রমাণক হিসেবে জেলেগণ অবশ্যই স্লিপ প্রদান করবেন।

৮.২ সাগরে নিরাপত্তা

ধাপ ১: লাইফ জ্যাকেট / ভেসে থাকার উপকরণ, জরুরী পানি, এবং রেডিও এবং/ মোবাইল ফোন। সেগুলো মান্য করার প্রমাণক।

ধাপ ২: মৌলিক নিরাপত্তা প্রশিক্ষণ এবং সাগরে থাকাকালীন প্রাথমিক চিকিৎসা সামগ্রী সরবরাহ। তা মান্য করার প্রমাণক।

ধাপ ৩: নিয়মিত প্রশিক্ষণ ও পরিদর্শন। তা মান্য করার প্রমাণক।


← পূর্বের পাঠ     

লগইন অথবা একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করুন আপনার কোর্স অগ্রগতি ট্র্যাক।

সব সময় ধরতে / ফসল উঠাতে লগ করুন

লগবুকে প্রবেশ করুন
  • হোম
  • সম্বন্দে
  • প্রশিক্ষণ
mfish

Copyright © 2025. All Rights Reserved.