৬.১ পূর্বশর্ত সমূহ
- জেলে এবং নাবিকগণের আইনগত নিবন্ধনভুক্তি। জেলে এবং নাবিকগণের আইনগত নিবন্ধনভুক্তির প্রমাণক, সরকারি রেজিষ্ট্রেশন, সাগরে গমনের জন্য সেইল পাস, ইত্যাদি।
- ভেদাভেদ না রাখা। ধর্ম, বর্ণ, লিঙ্গ ইত্যাদি নির্বিশেষে কোন ভেদাভেদ থাকবে না। দৃশ্যত কর্মজীবিগণকে কর্মজীবি অধিকার গ্রুপ হটলাইন সুবিধা ইত্যাদি প্রদান করতে হবে।
- ১৫ বছরের কম বয়সী কোন ছেলে মেয়ে জেলে হিসেবে নিযুক্ত হতে পারবে না এবং তরুন কর্মচারীগণের সহিত কোন দুর্ব্যবহার করা যাবে না। পারিবারিক উদ্যোগে, ছেলে-মেয়েদেরকে তাদের পরিবারের পরবর্তী সদস্যদেরকে সহযোগিতার জন্য অনুমোদন দেয়া যেতে পারে যদি কাজটি ঝুকিপূর্ণ না হয়, যদি তার জন্য ঐচ্ছিক হয়, যদি তার স্কুলে গমনকে ক্ষতিগ্রস্ত না করে, এবং তা স্কুল শেষে কিংবা ছুটির দিন সমূহে যুক্তি সঙ্গত সময়ের মধ্যে হয়ে থাকে। সেক্ষেত্রে কেবল মাত্র তার আত্নীয়-স্বজন তাকে তদারকি এবং দিক-নির্দেশনা দেয়ার পক্ষে অনুমোদিত। দৈনিক সর্বোচ্চ ২ ঘন্টা। ১৫-১৭ বছর বয়সী কর্মজীবিগণ কাজ করার জন্য অনুমোদিত নয় যা কাজের ধরন অনুযায়ী কিংবা যে পরিস্থিতিতে তা পরিচালনা করা হয় , তা তাদের স্বাস্থ্য ও নিরাপত্তাকে বিপদের মুখে ফেলে দিতে পারে কিংবা তা স্বাভাবিক স্কুল গমনের ক্ষেত্রে বাধা হতে পারে। কর্মজীবিদের নথি-পত্রাদি যাচাইয়ের মধ্য দিয়ে তা পালন নিশ্চিত করতে হবে ।
- জোরপূর্বব কাউকে কাজে নিযুক্ত করা যাবে না কিংবা দুর্ব্যবহার পূর্ণ আচরণ করা যাবে না। যতদূর সম্ভব সংশ্লিষ্ট ফিশারীগুলো এবং/অথবা ক্যাপ্টেনের রেকর্ডস বা জোর পূর্বক কাজে লাগানোর রিপোর্ট যাচাই করুন। নথি-পত্র (পাসপোর্ট, ভিসা ইত্যাদি) যেন আটকে রাখা না হয় সে ব্যাপারে পদক্ষেপ অন্তর্ভূক্ত করুন। দৃশ্যত কর্মজীবিগণকে কর্মজীবি অধিকার গ্রুপ হটলাইন সুবিধা ইত্যাদি প্রদান করতে হবে।
৬.২ সামাজিক-সংস্কৃতিক এবং অর্থনৈতিক প্রভাব
ধাপ ১: অংশীদারগণের অংশীদারিত্বের মৌলিক ম্যাপ (অংশীদারগণের তালিকা, প্রত্যেক অংশীদারের সম্পদের ব্যবহারের ধরণ, এবং উক্ত সম্পদে তাদের লভ্যাংশ। অংশীদারগণের তালিকা, প্রত্যেক অংশীদার অনুযায়ী তাদের সম্পদের ব্যবহার ধরন অনুযায়ী বর্ণনা। প্রত্যেক অংশীদারের ন্যুনপক্ষে একজন করে চিহ্নিত প্রতিনিধি থাকবেন (নাম, যোগাযোগের বিস্তারিত বর্ণনা)।
ধাপ ২: ফিশারী এবং উল্লেখ্যযোগ্য কোন সামাজিক প্রভাব (ইতিবাচঁক এবং নেতিবাচঁক) এবং পরিবেশগত প্রভাব যা কোন সামাজিক প্রভাবে রুপ নিতে পারে। কতটা উল্লেখযোগ্য পরিমানে প্রভাবিত অংশীদার উক্ত মূল্যায়নে আলোচ্য বিষয় অন্তর্ভূক্ত করেছেন তার বর্ণনা সহ একটি পরিপূর্ণ মূল্যায়নের প্রমাণক, এবং কার্য়ক্ষেত্রে যদি সকল জানা অংশীদার তাদের আলোচ্য বিষয় সরবরাহ করতে অসমর্থ হন সেক্ষেত্রে চিহ্নিত সকল অংশীদারগণ কোন পরিস্থিতিতে তাদের আলোচ্য বিষয় জমা দেন নাই তার একটি সংক্ষিপ্ত বর্ণনা।
ধাপ ৩: সামাজিক প্রভাব মোকাবেলার জন্য চুক্তি এবং কার্য়পরিকল্পনা তৈরি করা হয়েছে। অংশগ্রহনকারীর তালিকাসহ সভার কার্য়বিবরণী (অংশীদারের প্রতিটি ধরন অনুযায়ী), বিস্তারিত আলোচনা এবং কার্য়পরিকল্পনা গ্রহন করা হয়েছে। নিয়মিত পর্য়ালোচনা (উন্নতির পর্য়বেক্ষণ) সভার প্রতিবেদন কার্য়বিবরণী আকারে প্রস্তুত রাখতে হবে।
৬.৩ সাম্প্রদায়িক জরুরী ব্যবস্থা চালু রাখা
ধাপ ১: প্রাকৃতিক দুর্যোগ হতে রক্ষার্থে সাপ্রদায়িক স্তরে জরুরী ব্যবস্থা গ্রহন করা হয়েছে এবং পরিকল্পনা প্রনয়ন করা হয়েছে। উক্ত ব্যবস্থাদির পরিদর্শন এবং ড্রিলের মাধ্যমে সেগুলোর সম্ভাব্য প্রদর্শন করা হবে।
ধাপ ২: অধিকাংশ ক্ষেত্রেই জেলে সম্প্রদায়গুলি অনেক বড় ধরনের প্রাকৃতিক দুর্য়োগকে মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকেন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ব্যবস্থাপনা পরিকল্পনা পরিদর্শন।
পূর্বের পাঠপরবর্তী পাঠ