৩.১ বিপন্নপ্রায়, ঝুকিপূর্ণ এবং সুরক্ষিত প্রজাতিসমূহের (ইটিপি) সংখ্যার উপড় প্রভাব বোধগম্যতা এবং তা সীমিত রাখা
*বিপন্নপ্রায়, ঝুকিপূর্ণ এবং সুরক্ষিত প্রজাতিসমূহের (ইটিপি) আওতাকে সকল স্থানীয়, জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক, বিশেষ করে প্রকৃতি রক্ষার আন্তর্জাতিক সংঘের (আইইউসিএন) বিপন্নপ্রায় প্রজাতির লাল তালিকার আওতাভুক্ত্ হবে।
ধাপ ১: ইটিপি প্রজাতিগুলি ঝুকিতে আছে কিনা কিংবা সম্ভাব্য প্রভাবগুলি নির্দিষ্ট মাত্রার মধ্যে রয়েছে কিনা তা যাচেই করার লক্ষ্যে ইটিপি প্রজাতি রক্ষার্থে ব্যবস্থাপনা পরিপকল্পনা উন্নয়ন বিষয়ক তথ্যাদি সংগ্রহ করা হয়ে থাকে। সংশ্লিষ্ট ইটিপি প্রজাতিগুলোকে জাতীয় ও আন্তর্জাতিক তালিকা দ্বারা নির্দিষ্ট করা হয়ে থাকে যা প্রযোজ্য ক্ষেত্রে ফিশারিগুলির জন্য চিহ্নিত করা হয়ে থাকে এবং মৎস্য মড়ক সংক্রান্ত লক্ষ্য মাত্রা কিংবা ইটিপি প্রজাতি সমূহ এবং ফিশারিগুলোর মধ্যে পারস্পরিক ঝুকি নির্ধারনের জন্য মানসম্পন্ন কিংবা পরিমানগণ মানসম্পন্ন তথ্য নাগালের মধ্যে রাখা হয়.
ধাপ ২: মৎস্য আহরণ দুরীকরন/সীমিতকরন কিংবা কম করার লক্ষ্যে ব্যবস্থাপনা কার্য়্যক্রম গ্রহন/ইটিপি প্রজাতির মরণশীলতাকে চিহ্নিতকরন করা হয়েছে। মরণশীলতাকে কমানো এবং/কিংবা ইটিপি প্রজাতিসমূহকে রক্ষার্থে সহযোগিতা করার লক্ষ্যে ব্যবস্থাপনা কার্য়্যক্রমকে যে ব্যবহার করা হচ্ছে সে বিষয়টি এবং ধাপ # ১ বর্ণিত সংগৃহীত উপাত্তকে যে আমলে নেয়া হচ্ছে তার প্রমাণ রাখা। ব্যবস্থাপনা কার্য়্যক্রমের আওতায় উন্মুক্ত মৌসুম এবং বন্ধ মৌসুমসমূহ, আকারের সীমাবদ্ধতা ইত্যাদিকে অন্তর্ভুক্ত করতে পারে।.
ধাপ ৩: মৎস্য আহরণকে কমানো/ইটিপি প্রজাতিসমূহের মরণশীলতাকে বন্ধ করার লক্ষ্যে প্রদর্শিত ব্যবস্থাসমূহ কার্য়করী করা হচ্ছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে। মৎস্য আহরণকে/ইটিপি প্রজাতিসমূহের মরণশীলতাকে কমানোর জন্য যে ব্যবস্থাদি গ্রহন করা হচ্ছে তা দেখানোর জন্য তথ্য এবং প্রমাণদিই যথেষ্ট। প্রদর্শিত ব্যবস্থাদির মধ্যে ইটিপি প্রজাতিসমূহের বন্দোবস্তের ব্যাপারে যাচাই ব্যবস্থাসহ তথ্য প্রোগ্রামটি অন্তর্ভুক্ত হতে পারে।.
ধাপ ৪: মৎস্য খামারগুলো এমন কোন প্রজাতি/স্টককে (লক্ষ্য কিংবা উপজাত হিসেবে) আহরণ করে না যা উদ্বেগজনক ষ্টক হিসেবে নির্দিষ্ট করা হয়েছে (আইইউসিএন কর্তৃক নির্দিষ্ট বিপন্নপ্রায় কিংবা স্পর্শকাতর, বিপদাপন্ন কিংবা মারাত্নকভাবে বিপদাপন্ন) যা কোন রাষ্ট্র, জাতি কিংবা আন্তর্জাতিক কোন বৈজ্ঞানিক সংস্থা কর্তৃক স্পর্শকাতর, বিপদাপন্ন কিংবা বিপন্ন ঘোষনা করা হয়েছে (যেমন আইউসিএন) (বর্তমানের স্টক অবস্থার নির্দিষ্টকরণকে আরো সাম্প্রতিক কিংবা স্টককে ঘিরে আরো আঞ্চলিক/ উপাত্ত সেটাকে অতিক্রান্ত করতে পারে; আহরণ করা হয় এমন যে কোন প্রকার বিপন্ন প্রজাতির জন্য মানানসই কোন উত্তরণ পরিকল্পনা এবং বৈজ্ঞানিক এমন কোন প্রদর্শন যে, মাছ আহরণ করাটা উত্তরণ পরিকল্পনার সহিত সংশ্লিষ্ট যা উক্ত নির্দিষ্টকরণকে অতিক্রান্ত করতে পারে)। যদি তার বিপরীতে কোন স্বাক্ষ্য প্রমাণ না থাকে। দৃশ্যত কোন ব্যবস্থা চালু থাকলে সেক্ষেত্রে সেখানে কোন শার্ক স্বীকার করা এবং ভুতুরে মাছ (জাল হাতরানো) ধরার মতো কোন ঘটনা ঘটবে না যদি সেখানে কোন চিহ্নিত ব্যবস্থা বলবৎ থাকে। স্থানীয়, জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক সকল তালিকা, বিশেষ করে প্রকৃতি রক্ষা আন্তর্জাতিক সংঘ (আইইউসিএন) এর লাল তালিকা অনুযায়ী বিপন্ন প্রজাতিসমূহ, সাইট (CITES) ইত্যাদি। .
৩.২ আহরণকৃত প্রজাতিসমূহের যে ঝুকিগুলোকে চিহ্নিত করা হয়েছে (কম দামী প্রজাতিসমূহ সহ)
ধাপ ১: প্রজাতিসমূহের সনাক্তকরণ (কম দামী প্রজাতিসমূহ সহ) প্রক্রিয়া হাতে নেয়া হচ্ছে বা হয়েছে। প্রজাতিসমূহের প্রস্তুতকৃত তালিকায় প্রজাতির ধরন এবং আহরণকৃত প্রজাতিসমূহের X% অন্তর্ভূক্ত করা হয়েছে।.
ধাপ ২: অবশিষ্ট প্রজাতিসমূহের আহরণের তথ্য প্রস্তুত আছে কিংবা সংগৃহীত হচ্ছে যা মাত্রাতিরিক্ত আহরণের ঝুকি মূল্যায়নকে সক্ষম করে তোলে। তথ্যের প্রমাণ সংগৃহীত হচ্ছে যা জৈবিক তারতম্যকে (আকার, ইত্যাদি) অন্তর্ভূক্ত করে থাকে, যা অবশিষ্ট প্রজাতিসমূহের জন্য গৃহীত কার্য়ক্রমে সহায়তা করতে পারে।.
ধাপ ৩: অবশিষ্ট কোন প্রজাতি (কম দামী প্রজাতিসমূহ সহ) জৈবিকভাবে মাত্রারিতিক্ত আহরণের ঝুকিতে আছে কিনা তা নির্ধারণের জন্য প্রাথমিক ঝুকি মূল্যায়ন প্রক্রিয়াকে কাজে লাগানো হচ্ছে। ঝুকি মূল্যায়ন প্রক্রিয়া শেষ হয়েছে।.
ধাপ ৪: কার্য়ক্রম গ্রহনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে যা অবশিষ্ট প্রজাতিসমূহ এবং দ্বিতীয় মাত্রার প্রজাতিসমূহের মাত্রাতিরিক্ত আহরণের ঝুকিকে নিম্নমুখী রাখবে। কাজ করার জন্য বিবেচিত কার্য়ক্রমসমূহের ব্যাপারে মতৈক্য গ্রহন করা হয়েছে।.
ধাপ ৫: ঝুকি এড়ানোর লক্ষ্যে গৃহীত কার্য়্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে (ষ্টকের উপড় বাড়তি কোন মৎস্য আহরণ করা হচ্ছে না (F, Fmsy বা এর সমতুল্য এর কম, সমান কিংবা উঠানামা করলে) ঝুকিতে নেইঃ যদি পারিপাশ্বিক স্পর্শকাতরতা নিম্ন হয়, আইইউসিএন অনুযায়ী যদি তা কম উদ্বেগের অবস্থানে থাকে, যদি ব্যবস্থাপনা এজেন্সি এমনটা নির্ধারণ করেন যে অতিরিক্ত মৎস্য আহরণ করা হয়নি, কিংবা ষ্টক চিহ্নিত লিমিট রেফারেন্স পয়েন্টের উপড়ে (LRP), কিংবা ষ্টকটি কোন ফিড প্রজাতির এবং অবশিষ্ট টার্গেটের অতিরিক্ত আহরণের ক্ষেত্রে F < Flenfest) হলে এবং তা কোন দ্বিতীয় মাত্রা প্রজাতি হলে। গৃহীত ব্যবস্থাসমূহের মধ্যে সমন্বয় সাধনের লক্ষ্যে ব্যবস্থাপনা বন্দোবস্ত বাস্তবায়ন করা হয়েছে। আইন, জাল নিরীক্ষণ, জোরদারকরনের আলামত ইত্যাদি প্রমাণক হিসেবে ব্যবহার করা যেতে পারে।. ৩.৩ প্রতিনিধিগণ এবং উচ্চ সংরক্ষণমূলক বসতি রক্ষা ব্যবস্থাসহ বসতির প্রভাবের বন্দোবস্তকরন।
ধাপ ১: আবাসস্থল এবং কার্য়্যক্রমের উপড় এক লক্ষণীয় প্রভাব ফেলতে পারে এমন ফিশিং গিয়ার ব্যবহার করা হচ্ছে কিনা সে ব্যাপারে তথ্য সংগ্রহ করা । জেলেদের সহিত সাক্ষাতকার গ্রহন এবং সাম্প্রতিক তথ্যাদি হালনাগাদ করা। ত্রিমাত্রিক উপাত্ত কিংবা ম্যাপ সংগ্রহের রাখতে হবে যা আক্রান্ত হতে পারে এমন আবাসস্থলের ধরনকে সুষ্পষ্টরুপে নির্দেশ করবে।.
ধাপ ২: যদি আবাসস্থলের উপড় সে রকম কোন লক্ষণীয় প্রভাব থেকে থাকে তবে সেক্ষেত্রে মৎস্য আহরণের স্থলসমূহকে নির্দেশ করে এবং কি ধরনের গিয়ার ব্যবহার করা যাবে তা উল্লেখ করে একটি ম্যাপ আবাসস্থলের সন্নিকটে স্থাপন করতে হবে। স্থাপনকৃত ম্যাপে মৎস্য আহরণের কার্য়কলাপকে নির্দেশ করবে। প্রয়োজনীয় বন্দোবস্তকরনের সিদ্ধান্ত গ্রহনের সময়ে আক্রান্ত কোন সমুদ্রতল কিংবা অন্যান্য আবাসস্থলের জন্য অবশ্যই একটি কার্য়করী কিংবা প্রাক্কলিত পূনরুদ্ধার সময়সীমার জন্য একটি মুল্যায়ন ব্যবস্থা থাকতে হবে।.
ধাপ ৩: আবাসস্থলের ক্ষতি প্রতিরোধ কিংবা কমানোর লক্ষ্যে আহরণ নিষিদ্ধ এলাকা, সীমিত আহরণ এলাকা, সাময়িক বন্ধ ঘোষনা এলাকা এবং গিয়ার কিংবা যন্ত্রপাতির উন্নয়নের মধ্য দিয়ে কাঙ্খিত ব্যবস্থাদি গ্রহন করা (যথাযথ বন্দোবস্ত ব্যবস্থাকে গিয়ারের ব্যবহার এবং সমুদ্রের জলজ উদ্ভিদ অঞ্চলের উপড় তার প্রভাবের সহিত নির্ধারণ করা হয় (বাস্তবতা ৪.১ সামদ্রিক খাদ্য নজরদারী ফিশারীজ স্টান্ডার্ড ভার্সন ৩.২ দেখুন))। সামদ্রিক সংরক্ষিত এলাকার ত্রিমাত্রিক দুরত্ব (MPA) কিংবা অন্যান্য ত্রিমাত্রিক ব্যবস্থাপনা ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রয়োগ করা হয়। গৃহীত ব্যবস্থাগুলি যাচাইয়ের পক্ষে নথিপত্রাদি প্রকাশ করা।.
পূর্বের পাঠপরবর্তী পাঠ